top of page

Press Release/22 July 2023

The journey of Bangladeshi Journalists in International Media (BJIM) begins

(Bengali translation below:)

Bangladeshi Journalists in International Media (BJIM), a unity of Bangladeshi journalists working from home and abroad for reputed global media outlets, has officially debuted today on July 22, 2023. The initial journey of the organisation started a year ago on this date but it is formally launching from today.

BJIM has three primary objectives – 1. To establish it as one of the key mouthpieces of media freedom in Bangladesh and South Asia; 2. Organising training workshops, seminars, etc. for the professional development of journalists in Bangladesh; and 3. Ensuring medical welfare, insurance, and distress funds for journalists in Bangladesh and South Asia.

Also, to mark the one-year anniversary of its inception and official debut, BJIM is holding a week-long photo exhibition titled 'Third Eye: Witnessing Our Time.' from July 22, 2023, at the Zoom Gallerie of Alliance Francaise Dhanmondi, Dhaka (AFD). During the inauguration ceremony on July 22, 2023, at 6 pm at the garden of AFD, a souvenir magazine called 'Third Eye' has also been published which contains writings and pictures of different personnel including politicians, activists, and journalists about journalism.

The event was inaugurated by Nurun Nahar Khatun, the wife and the children of the slain journalist Abdul Hakim Shimul, a Samakal journalist who was killed during a political clash in 2017.

Nurun Nahar expressed her grief in the event of not getting justice in the case of her husband yet. Mentioning the liabilities of the journalists towards the society she said, “I request you all not to stop writing.”

Also on July 25, 27, 28, and 29, there will be four panel discussions on contemporary issues where human rights activist Noor Khan Liton, senior journalist Munni Saha, journalist Al Masum Molla, Detective Branch Police Chief Harunur Rashid, Barrister Rumeen Farhana, Saimum Reza Talukder, Editor Nurul Kabir, Senior Journalist Ayesha Kabir, BKMEA President Mohammad Hatem, Professor Shahab Enam Khan, TBS Deputy Editor Sajjadur Rahman, and some other guests will chair the panels.

BJIM has already been able to arrange a fellowship for 40 journalists through the Edward M. Kennedy (EMK) Center's personal-level Small Grants Fund on the Seven Essential Modules of Journalism, which is currently ongoing successfully.

Sam Jahan, a Reuters correspondent, is the founding Convener of BJIM, and Al Jazeera journalist Faisal Mahmud is serving as its member secretary. The executive members of the outfit’s ad-hoc committee are Muktadir Rashid of Irrawaddy newspaper, Monirul Alam of EPA photo agency, Redwan Ahmed of the Guardian newspaper, and Mohammad Ali Mazed of AFP.

Other members of this unity are Al-Jazeera journalist Tanveer Chowdhury, AFP Bureau Chief Shafiqul Alam, New York Times journalist Saif Hasnat, AFP Fact-Check editor Qadaruddin Shishir, Al Jazeera producer Sulayman Hossain Shaon, Benar News journalist Sharif Khiyam, AFP photojournalist Munir Uz Zaman, Deutsche Welle Akademie trainer Maksuda Aziz, Anadolu Agency journalist Najmus Sakib Rafsan, TRT World reporter Mohammad Kamruzzaman, Arab News reporter Shehab Sumon, China Daily Online deputy editor Shamim Ashraf, Matrix Image photojournalist Abir Abdullah, SOPA Image photojournalist Sazzad Hossain, Third Poll journalist Rafiqul Islam Montu, Bloomberg journalist Nazmul Ahsan, Juma Press photojournalist KM Asad, and AFP journalist Shamsuddin Illius.

Reporters Without Border (RSF)'s Asia chief Daniel Bastard, Committee to Protect Journalists (CPJ)'s regional coordinator Beh Lih Yi, Reuters news agency's Editor-in-Chief Alessandra Galloni and BBC South Asia's former bureau chief and veteran journalist David Loyn congratulated BJIM on its anniversary.

For contact:

Mohammad Ali Mazed

Media Coordinator

BJIM

01727-241209

Email: contact@bjim.org

প্রেস বিজ্ঞপ্তি/ জুলাই ২২, ২০২৩ ইং

বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইম) এর যাত্রা শুরু

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) আজ ২২ জুলাই, ২০২৩ ইং আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। প্রাথমিক কার্যক্রম শুরুর এক বছর পর আজ থেকে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্যতম কণ্ঠস্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা, বাংলাদেশের সাংবাদিকতার পেশাগত উন্নতি সাধন, এবং সাংবাদিকদের সামগ্রিক সামাজিক নিরাপত্তা ও ক্রান্তিকালে জরুরি আর্থিক সহায়তা নিশ্চিতে কাজ – এই তিনটি প্রাথমিক উদ্দেশ্যকে সামনে রেখে বিজেআইমের প্রতিষ্ঠা।

আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এবং কার্যক্রম শুরুর এক বছর পূর্তি উপলক্ষ্যে বিজেআইএম ২২ জুলাই, ২০২৩ হতে ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজে "থার্ড আইঃ উইটনেসিং আওয়ার টাইম।” শিরোনামে একটি সপ্তাহব্যাপী চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে। একই সঙ্গে 'থার্ড আই’ নামক একটি স্যুভেনির ম্যাগাজিন প্রকাশ করা হয়। ম্যাগাজিনটিতে সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বিভিন্ন দল, মত, সংগঠন ও সাংবাদিকদের লেখা ও ছবি থাকছে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।

এই আয়োজনের উদ্বোধন করেন ২০১৭ সালে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারানো সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রী নুরুন নাহার খাতুন ও তার দুই ছেলে মেয়ে।

অনুষ্ঠানে নুরুন নাহার খাতুন আজও তার স্বামী হত্যার বিচার না পেয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি সমাজের প্রতি সাংবাদিক সমাজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, “আপনারা আপনাদের কলম থামাবেন না।”

বিজেআইএমের আয়োজনের অংশ হিসেবে আগামী ২৫, ২৭, ২৮ ও ২৯ জুলাই আলিয়ঁস ফ্রঁসেজেই সমসাময়িক বিষয় নিয়ে চারটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে। সেগুলোয় আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট মানবাধিকারকর্মী নূর খান লিটন, জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নী সাহা, আল-মাসুম মোল্লা, ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, সাইমুম রেজা তালুকদার, সম্পাদক নুরুল কবীর, জ্যেষ্ঠ সাংবাদিক আয়েশা কবীর, বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, অধ্যাপক শাহাব এনাম খান সহ আরো অনেকে। আলোচনায় স্বতঃস্ফুর্ততা এবং অংশগ্রহনকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্যানেলগুলো অফ-দা-রেকর্ড রাখা হয়েছে। প্যানেলে অংশগ্রহণ করতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে, নির্দেশনা বিজেআইএমের ফেইসবুক পেইজে পাওয়া যাবে।

সাংবাদিকদের পেশাগত উন্নতির জন্য বিজেআইএম ইতোমধ্যে এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারের ব্যক্তিপর্যায়ে স্মল গ্রান্ট ফাণ্ডের মাধ্যমে ৪০ জন পেশাদার সাংবাদিকের জন্য একটি ফেলোশিপ পরিচালনা করছে। সাংবাদিকতার জরুরি সাতটি বিষয় নিয়ে সিনিয়র সাংবাদিক-প্রশিক্ষকরা সেখানে প্রশিক্ষণ প্রদান করছেন।

বিজেআইএমের প্রতিষ্ঠাতা আহবায়ক হিসেবে রয়টার্সের সাংবাদিক স্যাম জাহান এবং সদস্য সচিব হিসেবে আল জাজিরার সাংবাদিক ফয়সাল মাহমুদ বর্তমানে দায়িত্ব পালন করছেন। পেশাদার সাংবাদিকদের এই সংগঠনটির নির্বাহী সদস্য হিসেবে আছেন ইরাবতী পত্রিকার মুক্তাদির রশিদ, ইপিএ ফটো সংস্থার মনিরুল আলম, গার্ডিয়ান পত্রিকার রেদওয়ান আহমেদ, ও বার্তা সংস্থা এএফপির মুহাম্মদ আলী মাজেদ।

সংগঠনটির অন্য সদস্যরা হলেন আল-জাজিরার তানভীর চৌধুরী, এএফপি ব্যুরো প্রধান শফিকুল আলম, নিউ ইয়র্ক টাইমসের সাইফ হাসনাত, এএফপি ফ্যাক্টচেক সম্পাদক কদরুদ্দিন শিশির, আল জাজিরা প্রযোজক সোলায়মান হোসেন শাওন, বেনার নিউজের শরীফ খিয়াম, এএফপি ফটোসাংবাদিক মুনীর উজ জামান, ডয়চে ভেলে একাডেমীর প্রশিক্ষক মাকসুদা আজিজ, আনাদলু এজেন্সির নাজমুস সাকিব রাফসান, টিআরটি ওয়ার্ল্ড-এর মোহাম্মদ কামরুজ্জামান, আরব নিউজের শিহাব সুমন, চায়না ডেইলি অনলাইনের উপ-সম্পাদক শামীম আশরাফ, ম্যাট্রিক্স ইমেজের ফটোসাংবাদিক আবীর আবদুল্লাহ, সোপা ইমেজ এর ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন, থার্ড পোলের রফিকুল ইসলাম মন্টু, ব্লুমবার্গ সাংবাদিক নাজমুল আহসান, জুমা প্রেসের ফটোসাংবাদিক কেএম আসাদ এবং এএফপিতে কাজ করা শামসুদ্দিন ইলিয়াস।

রিপোর্টারস উইদআউট বর্ডার (আরএসএফ) এর এশিয়া প্রধান ড্যানিয়েল বাস্টারড, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর সমন্বয়কারী বেহ লিহ ইয়ি, রয়টার্স বার্তাসংস্থার বৈশ্বিক প্রধান সম্পাদক আলেসান্দ্রা গ্যালোনি, এবং বিবিসি দক্ষিণ এশিয়ার প্রাক্তন ও বিখ্যাত সাংবাদিক ডেভিড লয়েন বিজেআইএম এর প্রথম বার্ষিকীতে অভিবাদন জানান। 

প্রয়োজনে যোগাযোগঃ

মুহম্মদ আলী মাজেদ

মিডিয়া সমন্বয়ক

বিজেআইএম

০১৭২৭-২৪১২০৯

ইমেইলঃ contact@bjim.org

bottom of page