Press Release/2 December 2024
Bilingual (English and বাংলা)
BJIM showcases 'Bangladesh Reborn: Pathway to July 36' at EMK Center
Usable photos/ব্যবহারযোগ্য ছবিঃ (Courtesy: Mehedi Hasan/BJIM)
https://drive.google.com/file/d/1wpWqQcDSo9XYRWCWrruOBmbspSQxd34t/view?usp=sharing
https://drive.google.com/file/d/1lm3rhNVff9rBOXjuDyLc9OcR3f1_49if/view?usp=sharing
Bangladeshi Journalists in International Media (BJIM), an organisation of Bangladeshi journalists working in various international media, inaugurated a photo exhibition titled 'Bangladesh Reborn: Pathway to July 36' at the EMK Center in Dhaka on Monday evening (December 2, 2024).
Organised on the occasion of BJIM's second founding anniversary, the exhibition's theme is the July-August student revolution in Bangladesh that brought down former Prime Minister Sheikh Hasina's 15-year rule.
Mahir Sarowar Megh, the only son of deceased journalist couple Sagar Sarowar and Meherun Runi, inaugurated the photo exhibition that journalist Muktadir Rashid moderated.
Megh demanded justice for the killings of his parents 12 years ago.
“I lost them just because they were journalists. I want justice for the murder of my parents in the new Bangladesh,” Megh said in his speech.
BJIM convener Sam Jahan said, “No monster can further embark on the shoulders of this nation as long as journalism and journalists will remain on the path of justice, principles, truth, and courage.”
A minute of silence was observed during the programme respecting the sacrifices of the martyrs in July-August.
In the exhibition's opening ceremony, journalists Jibon Ahmed, Sharif Khiam Ahmed, Eyamin Sajid, Saif Hasnat, Faisal Mahmud, and Mohammad Ali Mazed, who covered the July-August uprising from the frontline, recounted their experiences.
Officials from various foreign embassies, journalists, activists, and political analysts attended the exhibition inauguration ceremony.
Eminent photographer and BJIM member KM Asad curated the photo exhibition.
The exhibition will continue till December 12, 2024, while it will be closed on December 6 and 11.
Contact:
Mohammad Ali Mazed
Spokesman, BJIM
01727241209
xxx
ইএমকে সেন্টারে বিজেআইএম এর 'বাংলাদেশ পুনঃর্জন্মঃ ৩৬ জুলাইয়ের পথে' শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু
সোমবার (২ ডিসেম্বর, ২০২৪) সন্ধ্যায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) কর্তৃক ঢাকাস্থ ইএমকে সেন্টারে ‘বাংলাদেশ পুনর্জন্ম: ৩৬ জুলাইয়ের পথে' শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
বিজেআইএমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীর বিষয়বস্তু হচ্ছে জুলাই-আগস্টে সংঘটিত বাংলাদেশের ছাত্রজনতার বিপ্লব যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতন ঘটে।
সাংবাদিক মুক্তাদির রশীদ এর সঞ্চালনায় ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনীর একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ।
মেঘ বলেন, “আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই। শুধু সাংবাদিকতা করার কারণে আমি তাদেরকে হারিয়েছি। নতুন বাংলাদেশে আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই।”
বিজেআইএমের আহ্বায়ক স্যাম জাহান বলেন, “ন্যায়, নীতি, সত্য ও সাহসের পথে যতদিন সাংবাদিকতা থাকবে, সাংবাদিকরা থাকবেন; ততদিন আর কোনও দৈত্যদানো এই জাতির ঘাড়ের ওপর চড়ে বসতে পারবে না।”
অনুষ্ঠানে জুলাই-আগস্টের শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এর সংবাদ সম্মুখসারিতে থেকে প্রত্যক্ষ করা সাংবাদিক জীবন আহমেদ, শরীফ খিয়াম আহমেদ, ইয়ামিন সাজিদ, সাইফ হাসনাত, ফয়সাল মাহমুদ ও মুহাম্মদ আলী মাজেদ সেসময়ের নিজ নিজ অভিজ্ঞতা বর্ণনা করেন।
প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন বিদেশী দূতাবাসের কর্মকর্তা , সাংবাদিক, অধিকারকর্মী, ও রাজনৈতিক বিশ্লেষক উপস্থিত ছিলেন।
প্রখ্যাত আলোকচিত্রী এবং বিজেআইএম সদস্য কেএম আসাদ এই প্রদর্শনীর কিউরেশান করেছেন।
প্রদর্শনীটি ১২ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত চলবে এবং ৬ ও ১১ ডিসেম্বর প্রদর্শনী অনিবার্য কারণবশত বন্ধ থাকবে৷
প্রয়োজনেঃ
মুহাম্মদ আলী মাজেদ
মুখপাত্র, বিজেআইএম
০১৭২৭২৪১২০৯
##